স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার দলদলী ইউনিয়নের আল মোড়ে মাঠ দিবে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ সুলতান আলী।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীর এই মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল, জেলা অতিনিক্ত উপ পরিচালক মোঃ কাউসার আহমেদ, জেলা বহিরঙ্গন অফিসার কানিজ তাসমোবা।