ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে ১৬৩১ ভোট পেয়ে আ.লীগ নেতা পঞ্চম

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল গাফ্ফার মুকুল। তিনি ঘোড়া প্রতীকে ১ হাজার ৬৩১ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন।

নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দলীয় আদেশ অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। তবে বহিষ্কার হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। তার প্রতীক ছিল চিংড়ি মাছ। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিক এ ফল ঘোষণা করেন।

এছাড়া চেয়ারম্যান পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৫২৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. শরিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৪৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬৩১ভোট। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *