স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনের স্বতন্ত্র প্রার্থী মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন । ২০ ডিসেম্বর ভোলাহাটে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মোড়, বাড়ী বাড়ী, বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। মননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আমার ভোট আমি দিবো যাবে খুশি তাকে দিব।
- ভিডিও: বাদ্যের তালে বরণ করলো মাহিকে
ভোটারদেরকে বলছি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য। আমি ৫ বছর এমপি ছিলাম। আমি যদি ভালো কাজ করে থাকি তবে আমাকে ভোট দিবেন। তিনি আরো বলেন, দশম জাতীয় সংসদ সদস্য থাকাকালীন আমি জনগণের জন্য কাজ করেছি। তিনি ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হওয়ার সুযোগ প্রার্থনা করেন। এসময় জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পিয়ারুল ইসলামসহ বেশ কিছু আওয়ামীলগ কর্মসর্থক ও ভোটারেরা উপস্থিত ছিলেন।