ভোলাহাটে সাংবাদিকদের সাথে কংগ্রেসের এমপি প্রার্থী আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়

গোমস্তাপুর উপজেলা নাচোল উপজেলা ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতিকের প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন।
১৬ ডিসেম্বর (শনিবার)দুপুরে ভোলাহাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
এ সময় মোঃ আবদুল্লাহ আল মামুন বকুল বলেন,আগামী নির্বাচন গ্রহনযোগ্য করতে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন তাই নির্বাচন করছি। আমাদের বাংলাদেশ কংগ্রেস দলটি নতুন দল হিসেবে নিবন্ধন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছে শুধু নির্বাচনের স্বাদ ও পরিচিতি লাভ করার জন্য।
নির্বাচন সুষ্ঠ করতে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি সহযোগিতা কামনা করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে তিনি কোন হুমকির সম্মুখীন হননি বলে জানান।তাঁর দল কারো গুজব করাতে বিশ্বাসী নই। দেশের উন্নয়ন করতেই নির্বাচনে অংশ নেয়া।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক তাজামুল হক আরাফাত,মইনুল ইসলাম, মোঃ জামিল হোসেন প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, শাহা কবির, আলী হায়দার রুমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *