নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে ভোলাহাটে জামায়াতের আনন্দ মিছিল

ভোলাহাট উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে আনন্দ মিছিল করে। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড় চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন আমীর মাও. মো. আব্দুর রউফ। এসময় বক্তারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো বাধা, ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আগামী নির্বাচনে জয়লাভ করে জামায়াত সরকার গঠন করার আশা প্রকাশ করেন।

এর পূর্বে তফসিল ঘোষণার সাথে সাথে উপজেলার সদর ইউনিয়ন, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *