ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেন্টাল হেলথ সেবার উদ্বোধন

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনো স্বাস্থ্যসেবার উন্নয়ন মনো ও স্বাস্থ্য সমস্যা ও মানসিক রোগীদের জন্য টেলি মেন্টাল হেলথ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান টেলিমেন্টাল হেলথ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ।

এ সময়ে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার- এনসিডি এন্ড মেন্টাল হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ডাঃ আশরাফুজ্জামান শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (মেন্টাল হেলথ) ফোকাল ডাঃ ফারজানা আলম পান্না, মেডিকেল অফিসার  ডাঃ দেলোয়ার হোসেন, আইসিডিডিআরবি  ফিল্ড রিসার্স অফিসার মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, ভোলাহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ফিল্ড সহকারি (মেন্টাল হেলথ)  আইসিডিআরবি মোঃ জসিম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাহফুজা খাতুন, নার্সিং ইনচার্জ রওশন আরা বেগম, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ফোকাল (মেন্টাল হেলথ) শারমিন খাতুন এবং সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান বলেন, এ সেবার মাধ্যমে ভোলাহাট উপজেলার মানসিক রোগীদের জন্য মনো চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB এর তত্বাবধানে ICDDRB এর মনোবিদদের সমন্বয়ে তৈরি নিজস্ব হাব থেকে টেলি মেন্টাল হেলথ সেবা প্রদান করা হবে। এছাড়াও মানসিক রোগীদের জন্য সেবা প্রদানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক চিকিৎসকগণ অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন। এ সেবার মাধ্যমে ভোলাহাট উপজেলাবাসীর মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *