স্টাফ রির্পোটার: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ ডিসেম্বর রবিবার মনোনয়নপত্র যাঁচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন চাঁপাইনবাবগঞ্জ রির্টানিং অফিসে যাঁচাই-বাছাই হলে জাকের পার্টির মোঃ মানিকরে মনোনয়ন বাতিল হয়। বাঁকীদের মধ্যে বর্তমান এমপি নৌকার প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহ: জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী, সাবেক এমপি ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ গোলাম মোস্তফা বিশ^াস, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পাটির্র মোহাঃ আব্দুর রশিদ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্্রন্ট(বিএনএফ) মোঃ আজিজুর রহমান, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মুঃ খুরশেদ আলম মনোনয়নপত্র প্রত্যাহার না করলে লড়বেন ভোটের মাঠে ।