গোমস্তাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি

ব্যুরো প্রধান,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল চারটায় পার্বতীপুর এসবি সোনাবর আদর্শ মহাবিদ্যালয় কলেজ মাঠে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন এ সভার আয়োজন করে। পার্বতীপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান এর সভাপতিত্বে ও জেলা যুব দলের সদস্য, আল- আমিন বিশ্বাস এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। প্রধান বক্তা ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক। আরও উপস্থিত ছিলেন,  নাচোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,  জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবল আলম খোকন, সাধারণ সম্পাদক সোলেইমান, বিএনপি নেতা মাহবুব আলম, জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করেন। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। আগামীতে বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *