ব্যুরো প্রধান,গোমস্তাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে শনিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম । তিনি রহনপুর ঝড়ুপাড়া, হিরুপারা, প্রসাদপুর, কাঠাল মোড়, ভাটাপাড়া, সোবহান নগর কলোনি, রহমত পাড়া, খোয়ারমোড়, পুরাতন বাজার, কলেজ মোড়, ষ্টেশন বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি সোবহান নগর কলোনী হাফেজিয়া মাদ্রাসায় পথসভা করেন। পথ সভায় বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বিএনপির তরুন, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম, সাবেক কাউন্সিলার নুরুল ইসলাম সিরাজ, ইউসুফ আলি, আ,ন,ম ফকরুল ইসলাম মানিক, বিএনপি নেতা সেরাজুল ইসলাম, আসাদুল্লাহ প্রমুখ । সভায় বক্তারা বলেন, প্রত্যেক নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতে বলেন। পথসভা শেষে বিএনপির মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল।
