স্টাফ রিপোর্টার:ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে ২৯ নভেম্বর সকালে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) মোঃ তানভীর আহমেদ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ সুমন বাবু
, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আখতারুল ইসলামসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। এ সময় ৩হাজার ৪’শজন কৃষকে এক বিঘা জমির জন্য ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেয়া হয়।