স্টাফ রিপোর্টার: ভোলাহাট থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাজনৈতিক মামলায় সকাল সাড়ে ছয়টার দিকে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছোট জামবাড়ী গ্রামের হিটলুর রহমানের ছেলে মোঃ সুমন আলী(২৬)। এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতিকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
