স্টাফ রিপোর্টার:গোদাগাড়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রেমতলী প্রতিনিধি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে থাকার সময় সন্ধ্যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুতই তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়ি নেওয়া হয়।সাংবাদিক পলাশ গোদাগাড়ীর হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
সাংবাদিক পলাশ সংগঠক হিসেবে গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও তিনি জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা সভাপতির পদে ছিলেন। তার মৃত্যুতে গোদাগাড়ীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। শনিবার তার মরদেহ দাফনের কথা রয়েছে। এদিকে সেলিম সানোয়ার পলাশের আকস্মিক আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সানশাইনের প্রকাশক ইউনুস আলী, সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা মিলন, মহা ব্যবস্থাপক নুরুল হক, উপদেষ্টা সম্পাদক আবু তাহের খোকন, বার্তা প্রধান ও চিফ রিপোর্টারসহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। এছাড়াও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ ও অনলাইন দৈনিক ভোলাহাট সংবাদ পরিবারের পক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
