ব্যুরো প্রধান,গোমস্তাপুর:গোমস্তাপুর উপজেলার রহনপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, ছাত্রদল যুবদল নেতা কর্মীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
আধিপত্যবাদবিরোধী অবস্থান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারাবিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে। জানাযা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের ইমাম মাওলানা সোলাইমান আলী।
