ভোলাহাটে এনসিপি মনোনিত এমপি প্রার্থীর গণসংযোগ

ভোলাহাট উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনিত এমপি পদপ্রার্থী মু: নাজমুল হুদা খান রুবেল গণসংযোগ করছেন। সোমবার (২২ ডিসেম্বর) মাগরিব পর ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ও বজরাটেক কাউন্সিল মোড়ে গণসংযোগ করেন। এসময় তিনি শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করে লিফটে বিতরণ করেন। এমপি পদপ্রার্থী রুবেল বলেন, আমি গণসংযোগ করার সুযোগ পায়নি। তাই এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাত পরিচিত ও বিজয়ের শুভেচ্ছা বিনিময় করছি। তিনি বলেন, আগামী ২/৩ দিন ভোলাহাটে গণসংযোগ করবো বলে জানান। তিনি বলেন, আমাকে এনসিপি প্রার্থী হিসেবে মনোনিত করেছে। তফশিল ঘোষণা করা হয়েছে আমি এখন মনোনয়ন ফরম উত্তোলন করিনি। তবে মনোনয়ন ফরম খুব শিগগিরই উত্তোলন করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *