ব্যুরো প্রধান,গোমস্তাপুর: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত ১৮ জানুয়ারি রবিবার নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে একটি বন্যার্ঢ র্যালী অনুষ্ঠিত হয়।
সকাল দশ টার দিকে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগদুয়ার পাড়া নিজস্ব অফিসে এসে শেষ হয়। র্যালী শেষে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখা সভাপতি মোঃ সাইদ আলি,সহ- সভাপতি মোঃ সেন্টু, আলমগীর , সহ সাধারণ সম্পাদ এস্তাব আলী, সাধারণ সম্পাদক আঃ কাদের প্রমুখ । আলোচনা সভায় শ্রমিকদের ১৮ টি ন্যায্য দাবী উপস্থাপন করা হয় এবং সেই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
