ভোলাহাটে ড. মিজানুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার:  দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন রোগসহ জেনারেল ফিজিশিয়ান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল অংশগ্রহণ করেন। তাঁরা শতশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় ও দরিদ্র মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসাগ্রহীতারা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *