প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মো. আব্দুর রাকিব। তিনি লিখিত প্রতিবাদে বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার “ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডবিস্নউবি কার্ডের টাকা আত¥সাৎ করলো মেম্বার! কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে জুলেখা! ইউএনও কাছে লিখিত অভিযোগ!” র্শীষক শিরোনামে কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমি সফলতার সাথে এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করে আসছি। আমার ৬ নং ওয়ার্ডে ৬৭ জন ভিডব্লিউবি কার্ড পেয়েছেন। কেউ বলতে পারবে না যে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছি। সংবাদে অভিযোগকারী মোসা. জুলেখা খাতুন ও তার স্বামীকে ৪০ দিনের কর্মসূচির সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে খাদ্যবান্ধব তালিকায় তার নাম দেওয়া হয়েছে। তার পরেও তিনি আমাকে কোনো টাকা না দিয়েও আমার বিরুদ্ধে ভিডব্লিউবি কার্ড পেতে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে আমার সম্মানক্ষুন্নসহ সমাজে হেও করেছেন। প্রকাশিত সংবাদটিতে প্রতিবেদক এস.এম.আই শরিফ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একপক্ষিয়ও ভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদটি প্রকাশ করেছেন। যা সাংবাদিকতার পরিপন্থি। আমি এর তীব্র নিন্দা, প্রতিবাদসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
স্বাক্ষরিত প্রতিবাদকারী: মো. আব্দুর রাকিব, সদস্য, ৬ নং ওয়ার্ড, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
