ভোলাহাটে ঈদে নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে পবিত্র ঈদুল ফিতরের দিন পুলিশ জনতার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা লক্ষ্য করা গেছে।

৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে উপচেপড়া জনতা উপজেলার বিভিন্ন জায়গায় বিনোদন উপভোগ করতে ঘুরা ঘুরি করছেন। অনেকেই রাতেও বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করছেন। জনতার নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাহাট থানা পুলিশ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। রাত সাড়ে সাত টার দিকে ঝুঁকিপূর্ণ এলাকা ফলিমারি যাত্রী ছাউনী সরজমিন গিয়ে পুলিশের একটি দলকে নিরাপত্তা প্রদান করতে দেখা যায়। এসময় দায়িত্বরত পুলিশের এস আই মোঃ খাইরুল ইসলাম জানান, ঈদে যাতে কোন দূর্ঘটনা না ঘটে সে জন্য পুলিশ নিরাপত্তা তৎপরতা চালাচ্ছে। আমরা জনতার নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *