ব্যুরো প্রধান,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মঙ্গলবার সকাল৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সোমবার রাতে তার বাড়ির ছাদে মোবাইলে কথা বলার সময় মাথা ঘুরে পড়ে যান। তারপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।। সেখানে তিনি মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এদিন রাত ৮টা ৩০ মিনিটে জানাজার নামাজ বাংগাবাড়ি ইসলামপুর আম বাগানে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বিএনপির এমপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ আমিনুল ইসলাম । বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির ডঃ মিজানুর রহমান। উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, সাবেক মেয়র তারিক আহমদ, মৃত চেয়ারম্যানের ভাই মেজর অবঃ আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি সাবেক নেতা আসাদুল্লাহ আহমেদ , আব্দুস সালাম তুহিন, বিএনপি নেতা আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, , রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব , সাবেক কাউন্সিলর আশরাফুল হক , পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
