চাঁপাইনবাবগেঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

জাতীয় সদর উপজেলা সারা দেশ

ষ্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমান অস্ত্র প্রবেশের পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ১৫ ডিসেম্বর সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ২ জন মোটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পরিবর্তন করে পালানোর সময় মোটরসাইকেল থেকে ১টি ব্যাগ পড়ে গেলে টহল দল তল্লাশী চালনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে টহলদল ব্যাগটি তল্লাশী করে কালো পলিথিনে মোড়ানো ৪ টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অস্ত্র আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *