ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল আটক

ভোলাহাট উপজেলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযানে ১২টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। চোরাচালান দমন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়,  ৮ নভেম্বর রাত ১০টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশ অংশে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান দমন ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বদা সজাগ রয়েছে। বিজিবির এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *