বিলভাতিয়া বদ্ধ জলমহলে ২৭ লাখ টাকার মাছ চুরির অভিযোগ

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দূর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির উন্নয়ন প্রকল্পে ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩০ হাজার বিঘার বিলভাতিয়া বদ্ধ জলমহল সরকারী নিয়মানুযায়ী লীজ গ্রহণ করে। এরপর থেকে একটি সংঘবদ্ধ দূর্বৃত্ত চক্র মাছ চাষে নানা ভাবে বাধাসহ মাছ চুরি, বিষ প্রয়োগে মাছ নিধন ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে মাছ চাষে বাধাগ্রস্ত করছে। এঘটনায় ভুক্তভোগী সমবায় সমিতির সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সোনাজল বিলভাতিয়া বদ্ধ জলমহল পাড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোঃ কালাম হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমরা সরকারের নীতিমালা অনুযায়ী ৯ জানুয়ারি ১৪৩১ থেকে ১৪৩৬ সন মোট ৬ বছরের জন্য দূর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির উন্নয়ন প্রকল্পে ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার ৯৯৬১.৭১ একর বিলভাতিয়া বদ্ধ জলমহল লীজ গ্রহণ করি। লীজ মানি হিসেবে প্রথম কিস্তি ইজারা মূল্য ৯০ লাখ ৫০হাজার, ভ্যাট ১৩ লাখ ৫৭ হাজার ৫’শ ও আয়কর ৯লাখ ৫হাজার টাকা প্রদান করে ১৫ কোটি টাকা মূল্যের পোণা ছাড়ি।

কিন্তু দুঃখের বিষয় দূর্বৃত্তরা মাছ চুরি করে প্রায় ১৫ লাখ টাকার। ১৪ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে দূর্গাপুর গোরজিয়ার ফাঁকা স্থানে ধারালো হাসুয়া, লোহার রড়, জাল ও দড়ি নিয়ে এসে বিভিন্ন প্রকারের ১’শ ২০ মণ মাছ যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা দূর্বৃত্ত চক্র চুরি করে নেয়। এ সময় দূর্বৃত্তদের সমিতির সদস্য ও পাহারাদার ধরলে তারা বলেন তোদের জীবনে মেরে ফেলবো, বিলভাতিয়া বদ্ধ জলমহলে বিষ দিয়ে মাছ মেরে ফেলবো এবং স্থান ত্যাগ না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এছাড়াও দূর্বৃত্তরা প্রতিবছর ৫লাখ টাকা চাঁদার দাবী করে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামে ভোলাহাট থানায় সমিতির সভাপতি মোঃ কালাম হোসেন একটি এজাহার দায়েরের করা হয়। কিন্তু এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় চরম হতাশায় ভুগছি বলে ভুক্তভোগীরা জানান।

এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান বললেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *