ভোলাহাটে ওয়কফ স্টেটের মোতুয়াল্লী মাসুদের ৬ বছরের সাজা

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: ওয়কফ স্টেট আত্মসাতের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মো. মশিউর রহমান মাসুদের ৬ বছরের সাজা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালদ ২য়। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিজ্ঞ বিচারক উজ্জল আহমেদ সাজা ষোষনা করেন। ওয়কফ স্টটের ৩ কোটি ১০ লাখ টাকা প্রতারণা মামলা করেন মোঃ বেলদার হোসেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৬৮ সালে ইউসুফ আলী ওয়কফ স্টেট ইসি নং-১৪৮৬০ প্রতিষ্ঠিত হয়। ইউসুফ আলীর মৃত্যুর পর ২য় মোতুয়াল্লী হিসেবে দেখভাল করেন তার ছেলে সোলেমান মিয়া। ইউসুফ আলী ওয়কফ স্টেটের দলীল মূলে ১ম দাতার মৃত্যুর পর তার ওয়ারিশ হিসেবে ৬ কন্যা মোসাঃ রাবেয়া খাতুন, মোসাঃ নূরজাহান বেগম, মোসাঃ মেহেরুন নেসা বেগম, মোসাঃ আফসারী বেগম, মোসাঃ জামিলা খাতুন, মোসাঃ মেরাতুন নেছা প্রত্যেকে স্টেটের ২ পয়সা করে মোট ৩ আনার মালিক হন।

২য় দাতা সোলেমান মিয়ার অবর্তমানে তার ২ মেয়ে মোসাঃ জোহরা বেগম ও মোসাঃ হাসেনা বানু ২ পয়সা করে ১ আনার ওয়ারেশ হন। উক্ত স্টেটের অধিনে ইমামনগর জামে মসজিদ, বজরাটেক সবজা হাইস্কুল, মুশরীভুজা ইউসুফ আলী হাইস্কুল ও কলেজ, লিল্লাহ কাজের জন্য, খামার বাড়ী মেরামত, জমি জমার খাজনা ইত্যাদি সহ ১০ আনা এবং যিনি উক্ত স্টেটের মোতুয়াল্লী হিসাবে ভাতা পাবেন ০.৫০ আনা সর্ব মোট ১৬ আনা লভ্যাংশ বিলি বণ্টনের লিখিত দলিল প্রতিষ্ঠত হয়।

দীর্ঘ দিন উক্ত স্টেট মোঃ সোলেমান মিয়া মোতুয়াল্লী হিসাবে দেখ ভালের পর তার মৃত পরবর্তী তার ২ ছেলে মোঃ মশিউর রহমান মাসুদ ও মামুনুর রশিদ উক্ত স্টেটের মোতুয়াল্লী হিসাবে দেখ ভালের যোগ্য হইলেও মৃত সোলেমান মিয়ার ১ম ছেলে মশিউর রহমান মাসুদ অর্থাৎ আসামী তার ছোট ভাই মামুনুর রশিদকে উক্ত স্টেট হইতে তাড়িয়ে দেয় এবং জোর পূর্বক উক্ত স্টেটের মোতুয়াল্লী হিসাবে নিয়োগ গ্রহণ করেন। এবং বিগত ৬ বছর ধরে উক্ত স্টেটের ৩ কোটি ১০ লাখ টাকা আত¥সাত করে আসছেন।
এবিষয়ে মামলার বাদী ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃতু উমেদ আলীর ছেলে মোঃ বেলদার হোসেন মামলার রায়ে সšত্মস প্রকাশ করে বলেন, আদালতের কাছে আমরা ন্যায় বিচার পেয়েছি। আসামি পলাতক আছে। তাকে দ্রুত গ্রেফতার করে রায় ব্যস্তবায়ন করার দাবি জানান।

বাদি পক্ষে আইনজীবি আলহাজ নজরুল ইসলাম বলেন, ২০৯সি/২০২৩ (ভোলাহাট) মামলায় ৪০৬/৪২০ ধারায় আসামী মোঃ মশিউর রহমান মাসুদের তিন বছর করে ৬ বছরের সাজা হয়। আসামীকে তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *