স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চার তরুণ উদ্যোক্তা চীনে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দুই বছর আগে শুরু করা তাদের যৌথ উদ্যোগ এখন অফিসিয়াল কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ Guangzhou Xinmao Logistics Co. Ltd. নামে তাদের কোম্পানির নিবন্ধন অনুমোদন করে অফিসিয়াল লাইসেন্স প্রদান করেছে।
কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন সনি লায়েক, জহির রায়হান, সোহেল হৃদয় ও রাজীব আলী। তারা জানান, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে চীন থেকে বিশ্বব্যাপী পণ্য শিপিং, ট্রেডিং ও সোর্সিং কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিষ্ঠাতাদের মতে, এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং ভোলাহাটের তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন কোম্পানিটি সফলভাবে এগিয়ে যেতে পারে।
