স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির এমপি প্রার্থী মোঃ আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন চাঁপাইনবাবগঞ্জ -২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল)আসনের ধানের শীষের কান্ডারি এমপি প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। সৌজন্য সাক্ষাতের সময় তিনি সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হতে পারলে ভোলাহাট উপজেলার বিলভাতিয়া নিয়ে কাজ করবেন। এতে কৃষি, মৎস্য, বনায়ন, বিনোদন, প্রানি সম্পদসহ বিভিন্ন ভাবে উন্নয়নের সুযোগ রয়েছে। বিলভাতিয়া নিয়ে কাজ করলে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার চিত্র পাল্টে যাবে। এসময় উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ভোলাহাট উপজেলায় ধানের শীষের ঐক্য নিয়ে কোন সমস্যা নেই। সামান্য কিছু সমস্যা থাকলেও দুএকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। ভোলাহাট উপজেলায় ধানের শীষ প্রতীকে সকল নেতাকর্মীরা এক যোগে কাজ করছেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ মনসুর আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ঠিকাদার, বিএনপির মহিলা নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একান্ত সহকারী কায়সার আহমেদ।
