নুর মোহাম্মদ,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আন্ধ্রইল গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। বুধবার দুপুর একটার সময় ইদ্রিস আলীসহ সাঙ্গ পাঙ্গ আলেফ নুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে অনাধিকার প্রবেশ করে তাকে মারধর করে ৪ লক্ষ আশি হাজার টাকা ও দুই ভরি সর্ন, একটি গাভী লুট করে নিয়ে যায় । ভুক্তভোগী ট্রিপল নাইনে কল করে অভিযোগ করলে গোমস্তাপুর থানার এস আই আতিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের কথা শুনে থানায় অভিযোগ দিতে বলেন। পরে আলেপনুর বাদি হয়ে থানায় অভিযোগ দেয়। অভিযোগ সূত্রে জানাজায় আলেপনূরকে বিবাদী ইদ্রিস আলী বিভিন্ন সময় অশ্লীল ভাষায় গালাগাল করে আজ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আলেফ নুরকে জাপটে ধরে তার পরনের কাপড় ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানি করে তার চিৎকারে এলাকা বাসি এগিয়ে আসে ইদ্রিস কে ধরে ফেলে। পরে থানার পুলিশ তাকে নিয়ে যায়। এবিষয়ে এস আই আতিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে বাব্যস্থা নেয়া হবে।
