গোমস্তাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।এ লক্ষ্যে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে শুক্রবার  বিকেলে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক  মোয়াজ্জেম হোসেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান,রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্তাজ আলী, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব,যুবনেতা হাসান আলী, জুয়েল,রবিউল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, নাফিসসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের লাল ফিতাকেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *