ব্যুরো প্রধান,গোমস্তাপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । বুধবার বিকাল চারটায় বিএনপি নেতা তারিখ আহমদ এর নেতৃত্বে রহনপুর পৌর এলাকার সুইজ গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর পুরাতন বাজারে এসে শেষ হয় । এ উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয় । পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমদ। আরও উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মনিমুল ইসলাম,সফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরুদ্দিন, সাবেক ছাত্রনেতা সৈয়দ ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর জুয়েল ইসলাম, শ্রমিক দল নেতা ফেরদৌস রহমান শান্ত, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান বাবু,ইসমাইল হোসেন,সেলিম রেজা বাবু।সেচ্ছাসেবক দলের রিপন,আরিফুল,যুবদল নেতা ইউসুফ আলী, আব্দুল্লাহ,ছাত্রদল নেতা আজিজুল হক, আশিক আহমদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারেক আহম্মদ বক্তব্যে বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
