স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে ইতিহাস গড়লেন ইউএনও মোঃ মনিরুজ্জামান।
ইতিপূর্বে গতানুগতিক ভাবে তালিকা তৈরির মাধ্যমে এসব দরিদ্র মানুষের চাল চলে যেতে প্রভাবশালীদের ঘরে। বঞ্চিত হয়েছেন প্রকৃত দরিদ্র মানুষেরা। এ চিন্তা করে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান স্বচ্ছতার সাথে প্রকৃত দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রকৃত উপকার রোগিদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। সেভাবেই প্রস্তুত করা হয় এবারের ভিজিএফ তালিকা।
স্বচ্ছতার সাথে চাল বিতরণে দেখা গেছে ভিন্ন চিত্র।
২ জুন ( সোমবার) উপজেলার গোহালবাড়ী ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন, ইউএনও মোঃ মনিরুজ্জামান। এসময় পরিষদের মুল ফটকে গ্রাম পুলিশ অবস্থান নিয়েছেন অমচনিয় কালির কলম নিয়ে। উপকার ভোগিরা তাদের জাতীয় পরিচয়পত্র দেখালে বৃদ্ধাঙ্গুলের নকের উপরে কালির দাগ দিয়ে চিহ্নিত করে প্রবেশ অনুমতি দিচ্ছেন। আরেক দফায় মুল পরিচয়পত্র দেখিয়ে মাষ্টার রোলে টিপ সহি দিয়ে সুবিধা গ্রহণ করছেন উপকার ভোগিরা। অন্যের জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে তাকে এ সুবিধা দেয়া হচ্ছে না সরজমিনে গিয়ে এমন স্বচ্ছতা দেখা যায়। উদ্বোধনী দিনে চালের ওজন কম হয়েছে এমন প্রশ্ন ছিল না কারো মুখে।অনেকেই মনে করছেন এ পদ্ধতিতে বাড়তি সুবিধা ভোগি চক্র আর সুবিধা নিতে পারেন না। এর আগে চাল বিতরণের সময় পরিষদের বাইরে চাল ক্রয় করতে যে সব পাইকারদের আনাগোনা দেখা গেছে এবার এদের চোখে পড়েনি। আনুষ্ঠানিক চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাযহারুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের ওর্য়াড সদস্যরা। গোহালবাড়ী ইউনিয়নে ২হাজার ৬৫০জন উপকার ভোগিরা দশ কেজি করে চাল পাবেন।
