ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন যুব আন্তকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা. হাজেরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আন্তকর্মী শেমালী খাতুনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেণ আইকনিক ইওথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ আদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *