স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন। ১৩ জানুয়ারি সোমবার রাত ৭টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধার পিতার নাম মৃত রস্তুম আলী। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার সময় পোল্লাডাঙ্গা কবরস্থানে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাহমিদা আক্তারের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করে দাফন সম্পন্ন করে। পুলিশ দলের নেতৃত্ব প্রদান করেন অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিনুর রহমান।
এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরম্নল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, সাবেক কমান্ডার মুনিরুদ্দীন মুন্টুসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাগণ, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সšত্মান কমান্ডের যুগ্ম আহবায়ক তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
