স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকার ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেণ, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
ভিডব্লিউবি কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। দারিদ্র্যসীমার নিচে থাকা নারীদের জন্য সরকার পরিচালিত এই কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও এই কার্ড বিতরণ করা হবে।
