ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী 

কৃষি ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার( ভার্ক) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার (৩আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা উপজেলার তরুণ তরুণী, কিশোর কিশোরী ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ। এসময়  ভার্কের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী  মোসা: হাজেরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরের এক পাশে আমড়া গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *