ভোলাহাটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”  স্লোগানে ভোলাহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান পরিষদ মোঃ রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন, ভাইস চেয়্যারম্যান গরীবুল্লাহ দবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান পরিষদ মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *