মোঃ মনিরুল ইসলাম, নাচোল:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিআরএল প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে গমবীজ সংরক্ষণের সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এই সাইলো বিতরণ করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান। এসময় চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, আবু রায়হান উপস্থিত ছিলেন।এছাড়াও প্রকল্পটির আলী মর্তুজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিবসহ অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, বিসিআরএল প্রকল্পের মাধ্যমে উপজেলায় ৮টি সমিতির ৩২০ জনকে ৭দিনের একটি ট্রেনিং করা হয় এবং জমিতে গম বপনের জন্য তাদেরকে এক প্যাকেট করে গমবীজ দেওয়া হয়। গম উৎপাদন করে কৃষকরা যাতে পরবর্তীতে বপনের জন্য বীজ সংরক্ষণ করতে পারে সেই উপলক্ষে ৩২০জনকে ২টি করে মোট ৬৪০টি গমবীজ সংরক্ষণ সাইলো (ড্রাম) দেওয়া হয়।
