স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০জুলাই) সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা, গোপিনাথপুর আশ্রাফূল উলুম তুহফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইমামনগর হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা, চরধরমপুর দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার মোট ৩’শ ৬০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেণ, ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাসেল আহমেদ, সদস্য মো. শুভ, মো. সুজন আলী, মো. রজব আলী, মো. মানিক, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল রানা এবং সদস্য আসাদুজ্জামান প্রাণ।
