মোঃ মনিরুল ইসলাম, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের ডোবা (খাঁড়ি) থেকে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মৃত ব্যক্তি নাচোল উপজেলার সদর ইউনিয়নের পীরপুর শাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুরের ছেলে ঢেনা মুর্মু (৫০)।ওসি আরও জানান, গত সোমবার (৭ জুলাই) একই ইউনিয়নের ঝিকড়া গ্রামে ভিকটিম ঢেনা মুর্মু তার ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ভাগ্নির বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়। ভিকটিমের ভাগ্নি মরিয়মের পরিবার জানে সে নিজ বাড়িতে গেছেন। এদিকে ঢেনার পরিবার নিশ্চিত ছিলো ভাগ্নি মরিয়মের মেয়ের বিয়ে খেতে গিয়ে সেখানেই অবস্থান করছে। এই মন্তব্য করে তার পরিবার তাকে খোঁজাখুঁজি করেনি। বুধবার (৯ জুলাই) বিকাল প্রায় সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তির লাশ খাড়িতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা নাচোল থানা পুলিশকে খবর দেয়। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পুলিশের উপস্থিতিতে ভিকটিমের ভাগ্নি মরিয়ম লাশটি শনাক্ত করে। প্রাথমিকভাবে ভিকটিম ঢেনা মুর্মু অতিরিক্ত মদ্য(চুয়ানী)পান করে মদ্যপ অবস্থায় একই গ্রামের মইদুল এর বাড়ি সংলগ্ন খাড়িতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ১০জুলাই ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।
