স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভি ও যুগান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল বিজয়ী হন।
এছাড়া সহ-সভাপতি পদে একাত্তর টিভির এ কে এস রোকন, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিটিজেএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে গাজী টিভির আশরাফুল ইসলামকে ৩ ভোটে হারিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন আজিম উদ্দিন।চাঁপাইনবাবগঞ্জ সিটিজেএ নির্বাচনে সভাপতি রফিক, সম্পাদক জুয়েল
স্টাফ রিপোর্টার ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল বিজয়ী হন।
এছাড়া সহ-সভাপতি পদে একাত্তর টিভির এ কে এস রোকন, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিটিজেএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে গাজী টিভির আশরাফুল ইসলামকে ৩ ভোটে হারিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন আজিম উদ্দিন।
নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির আব্দুল ওহাব বিজয় টিভির নাদিম হোসেন থেকে ৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে ৩ ভোটের ব্যবধানে হারিয়ে বাংলাভিশনের প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাসিম মাহমুদ এবং মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ। সংগঠনটির ২৩ সদস্য জেলা প্রেসক্লাব মিলনায়তনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাপ্তাহিক ভোলাহাট সংবাদ ও অনলাইন পোর্টাল ভোলাহাট সংবাদ পরিবারের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
