স্টাফ রিপোর্টার: আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সেলস অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ মোড় বজরাটেকে অফিস উদ্বোধন করা হয়। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাও মোঃ শরিফুল ইসলাম, মাও মোঃ আজমামুল হক, মোঃ আলম রশিদসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সিহাব উদ্দিন। আলোচনার পূর্বে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন ব্রাঞ্চ ম্যানেজার হাসান আলীর মা মোসাঃ মাহফুজা বেগম। এ সময় ব্রাঞ্চ ম্যানেজার সুষ্ঠ ভাবে অফিস পরিচালনার জন্য তার মায়ের কাছে দোয়া প্রার্থনা করেন।
