গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত 

গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরণসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পাটনার কংগ্রেস ২০২৫ গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা সভাকক্ষে সোমবার সকাল দশটায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক ড. ইয়াছিন আলী। প্রধান অতিথি ছিলেন,  জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক, জেসমিন আক্তার লাবনী ,  জুনিয়র মনিটরিং অফিসার  জহুরুল হক প্রমুখ।

এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলার কৃষকদের মাঝে গার্ডেন টিলার বিতরণ,ফল মেলা-২০২৫ এর উদ্বোধন, বিনামূল্যে সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *