ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁদাবাজির জেরে আওয়ামীলীগের দোসর মোবারক হোসেন টনি, পালানু, দুলালসহ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জন মিলে অটো মাহিন্দ্রার সভাপতি ফেরদৌস রানা শান্তকে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
শুক্রবার সকাল ১১ টায় রহনপুর খোয়ারমোড়ে এই মানববন্ধনে সমিতির সদস্যরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অটো মাহিন্দ্রার সভাপতি ফেরদৌস রানা শান্তর স্ত্রী জাকিরা খাতুন , সমিতির
সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, নির্বাহী সদস্য জসিম উদ্দিন , সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলাম লিটন প্রমুখ। মানববন্ধনে বক্তব্যে উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান এর ক্যাডার মোবারক হোসেন টনি, বিভিন্ন সময় শান্তর কাছে চাঁদাবাজি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রহনপুর খোয়ারমোড়ে সমিতির সদস্যদের সাথে চা পান করা অবস্থায় মোবারক হোসেন টনি সহ অন্যান্যরা শান্তর উপরে হামলা চালায় পরে স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজন।
