স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় মসজিদের মোয়াজ্জেম আনিসুর রহমান (জগা) চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ জুন( রবিবার ) বেলা ১২:৩০ মিনিটে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান (জগা) ইন্তেকাল করেন। মরহুমের বাড়ী উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক কালিতলা গ্রামে।
তিনি দীর্ঘদিন ধরে বাইতুন নুর জামে মসজিদে( মেডিকেল মোড় মসজিদ) মোয়াজ্জেম হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল, সদালাপী ও পরহেজগার ব্যক্তি । তিনি জীবনের শেষ ৩১ মে শনিবার এশারে আজান দিয়ে নামাজের আহ্বান জানান মুসল্লিদের এবং নামাজ আদায় করেন। ফজর আজান দেয়া হয়নি অসুস্থ হয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। সেখান থেকেই ডাক পড়ে মহান রাব্বুল আলামীনের। চোখ মেলে আর পৃথিবীর কাউকে দেখা হলো তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা ২ জুন সোমবার সকাল ৯টার সময় অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পরিবার, বাজার কমিটিসহ অসংখ্য মুসল্লিরা গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
