স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যে উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে (৫ জুন) বুধবার বেলা সাড়ে ১২ টায় দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহজাদী বিশ^স, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, উপজেলা প্রকৌশলি মোঃ আছহাবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পরিষদে একটি বৃক্ষ রোপন করা হয়।