সাব্বির হোসাইনের মৃত্যুতে দোয়া মাহফিল

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন (২৫) মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাহনারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ কর্মচারী পরিবারের সদস্য ও বিদ্যালয়ের সাবেক ছাত্র সাব্বির হোসাইনের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৫ মে) দুপুর পৌনে ১টার দিকে পাবনা জেলার সুজানগর উপজেলার জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক মোঃ আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান নাজিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মমিন, মরহুমের শ্বশুর সাংবাদিক গোলাম কবির, প্রভাষক মোঃ আজহারুল কবির। এ সময় মরহুমের পিতা স্কুলের কর্মচারী মোঃ বিল্লাল খান, বড় মামা মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এসময় তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ ও মরহুমের জান্নাতুল ফেরদাউস দানের জন্য বিশেষ মোনাজাত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ মোস্তফা। দোয়া মাহফিলে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের মোঃ বিল্লাল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক মো. গোলাম কবিরের ছোট মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি ৪ মে বেলা ১১ টার সময় শেষ নিঃশ্বস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *