ভোলাহাটে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। শনিবার (১৪  সেপ্টেম্বর) বেলা ১১ টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মরত নার্সরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করেছেন। এ অবস্থায় তাঁর মতো কুরম্নচিপূর্ণ মানুষ নার্সদের অভিভাবকের পদে থাকা উচিৎ নয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। একই সঙ্গে তাদের পেশাকে অপমান করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *