স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ২৭টি ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
উপজেলায় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন হয়।
ইসলামী ফাউন্ডেশনের সূত্রে জানা গেছে, ৩১ মার্চ রবিবার উপজেলার চারটি ইউনিয়নের মোট ২৭ টি স্থানে শান্তিপূর্ণ পরিবেশে আদায় করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ভোলাহাট সদর ইউনিয়নে ১০, গোহালবাড়ী ইউনিয়নে ৪, দলদলী ইউনিয়নে ৮ ও জামবাড়ীয়া ইউনিয়নে ৫টি ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান নামাজ আদায় করেন হাঁস পুকুর ঈদগাহে, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ সন্ন্যাসীতলা মেডিকেল মোড় ঈদগাহে, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু মুশরীভূজা বড় ঈদগাহে এবং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া নামাজ আদায় করেন ছোট জামবাড়ীয়া ঈদগাহে।
উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে আদায় হয়েছে ঈদুল ফিতরের নামাজ বলে বিভিন্ন তথ্য সূত্র নিশ্চিত করেছে।