ভোলাহাটে স্কাউট গ্রুপের ত্রৈবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ ত্রৈবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ে ৪র্থ ত্রৈবার্ষিক গ্রুপ কাউন্সিল, স্কাউট ওন ও বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতি ও মোহাঃ আলিউল ইসলাম সম্পাদক করে গ্রুপ কাউন্সিলে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন কারা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাঃ তৈমুর হোসেন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের ভাইস প্রেন্সিপাল (অব.) মোহা. শফিকুল ইসলাম , বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহা. জাহাঙ্গীর আলম,  ডা. মোহাঃ রায়হান আলী,  সাপ্তাহিত ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট লিডার মোহা. সেলিম রেজা, মাও. মোহা. আতাউর রহমানসহ গ্রুপ কমিটির অন্যান্য সদস্য ও স্কাউট গ্রুপের স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *