বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা গোহালবাড়ি ইউনিয়নের উদ্যোগে ঈদে সিরাতুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গোহালবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা বজরাটেক কানারহাটে আলোচনা অনুষ্ঠিত হয়।
গোহালবাড়ি ইউনিয়নে আমীর মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা আমীর মাও. শামসুজ্জামান আলকেশ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, সমাজে সূদ, ঘুষ, যেনা, চুরি, অন্যায় দূর করতে হলে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে আলোচনা করেন মাও .শামসুজ্জামান, মো. লোকমান আলি সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।