স্টাফ রিপোর্টার: ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রবিউল ইসলামসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ। কর্মশালায় অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রায় ২৫জন তরুণ। কর্মশালার শেষে ৫টি গ্রুপে ভাগ হয়ে তরুণেরা দেশের আগামী দিনের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তাদের মতামত তুলে ধরেন। পরে তাদের মতামতের মূল্যায়নের ভিত্তিতে পুরুস্কৃত করেন অতিথিগণ।