ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ভোলাহাট উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলাহাট উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৪৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

ছাত্রশিবির ভোলাহাট উপজেলা পশ্চিম শাখার সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মোঃ মুখতারুল ইসলাম। শিবিরের শাখা সেক্রেটারী মোঃ বারিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্রশিবির ভোলাহাট উপজেলা সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সামিউল বাসির। বক্তব্য দেন, মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, রামেশ্বর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুরবান আলী, সবজা পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিজউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদের পড়াশোনার বাইরে ও অন্যান্য জ্ঞান অর্জনের বহু সুযোগ রয়েছে। তাদের মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য এই কুইজ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বইয়ের বাইরের অন্যান্য জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *